ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

ঈদযাত্রা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানবাহনের চাপ

আপলোড সময় : ১৫-০৬-২০২৪ ১০:২৮:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৬-২০২৪ ১০:২৮:১৩ পূর্বাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানবাহনের চাপ সংগৃহীত
ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটা স্বাভাবিক রয়েছে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন।

শনিবার (১৫ জুন) সকালে মহাসড়কের কুমিল্লা অংশে কোথাও গাড়ির চাপ দেখা যায়নি। পুরো অংশই ফাঁকা রয়েছে। হাইওয়ে পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোথাও গাড়ির চাপ নেই। মহাসড়ক একদম ফাঁকা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়তে পারে।

কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, মহাসড়কে চাপ না থাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন। মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দুপুরের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এতে ধীরে ধীরে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা চলে মধ্যরাত পর্যন্ত। পরে গাড়ির চাপ কমে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ