গাজীপুরে গৃহবধূর বিরুদ্ধে অপপ্রচার ও অর্থ আদায়ের অভিযোগ।
আপলোড সময় :
০২-০৭-২০২৫ ০৯:১২:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৭-২০২৫ ০৯:১২:০৫ অপরাহ্ন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় এক গৃহবধূকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রুমা আক্তার (২০) কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে রুমা আক্তার উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ মে ইসলামী শরীয়ত অনুযায়ী মোঃ সাদ্দাম হোসেন (৩৫) এর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার জীবনে একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু পারিবারিক কলহের জেরে স্বামী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তিনি পূর্বে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের ২০ মে আনোয়ার হোসেন (৩৪) নামের এক ব্যক্তি তিনটি স্থানীয় দৈনিক—আমাদের সংবাদ, প্রলয় ও বাংলাদেশের আলো-তে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে রুমা আক্তারের ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করেন।
পরবর্তীতে মামলাটি প্রত্যাহারের জন্য রুমা আক্তারের স্বামী সাদ্দাম হোসেন তাকে মোবাইল ফোনে হুমকি দেন। একইভাবে আনোয়ার হোসেন গত ২৭ মে ফোন করে পাঁচ লক্ষ টাকা দাবি করেন এবং মামলা তুলে না নিলে ভয়ভীতি দেখান। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগেও তিনি ভয় দেখিয়ে রুমা আক্তারের কাছ থেকে আগে পাঁচশো পরে বিশ হাজার টাকা আদায় করেছেন।
রুমা আক্তার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই খাইরুল বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি, বাদি মামলা করতে চাইলে ওসি সাহেবের সাথে কথা বলতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স