ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

এগিয়ে চলছেন মডেল অভিনেত্রী তৃপ্তি

মিডিয়ায় সফল পথচলা মেরিনা রাওশান তৃপ্তির

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৭:৪২:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৭:৪২:৪৪ অপরাহ্ন
মিডিয়ায় সফল পথচলা মেরিনা রাওশান  তৃপ্তির
বিনোদন রিপোর্টঃ মিডিয়ায় সফল পথচলায় নিজের স্বপ্ন পথে এগিয়ে চলছেন মডেল অভিনেত্রী মেরিনা রাওশান তৃপ্তি। শুরুতেই বড় পর্দার অভিনেত্রী হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রে সহশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি,এছাড়া র্যাম্প মডেল হিসেবে ও তিনি কাজ করেছেন। মিডিয়ায় তিনি মেরিনা রাওশান তৃপ্তি নামে পরিচিতি পেলে ও তার পারিবারিক পুরো নাম মেরিনা খাতুন। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার সদর থানায়,ছোট বেলা থেকেই তার স্বপ্ন একজন জনপ্রিয় অভিনেত্রী হওয়া, সেই স্বপ্ন পথেই তিনি একজন মডেল অভিনেত্রী হিসেবে গত ৯ বছর থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে খ্যাতিমান পরিচালক ওয়াজেদ আলী সুমন,শাহ নেওয়াজ শানু,কালাম কায়সার,কাজী হায়াত,শাহিন সুমন, অপুর্ব রানা, সুমা আকাশ আশ্চার্য্য ও ফাইট ডিরেক্টার আসলাম পরিচালিত ফিল্ম সহ মেঘাস্টার সাকিব খানের লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করা সহ বিখ্যাত অরিস ব্যান্ডের এম্বাসাডর হিসেবে ও কাজ করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি চ্যানেলের এক ঘন্টার বেশ কয়েকটি নাটক সহ মিউজিক ভিডিওর কাজ ও তার হাতে রয়েছে একক নায়িকা হিসেবে একাধিক চলচ্চিত্রের কাজ এমনটাই তিনি জানিয়েছেন। জানতে চাইলে তিনি বলেন,মিডিয়া আমার স্বপ্ন ও সাধনা,আমি আমার সর্বোচ্চ টা দিয়ে নিজেকে মিডিয়ায় প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ, আমার এই পর্যন্ত আসার পেছনে অনেক গুনী মানুষের অবদান রয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ