হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

আপলোড সময় : ১৬-০৩-২০২৪ ১০:৩৩:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৪ ১০:৩৩:৪২ পূর্বাহ্ন
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দেয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।  শুক্রবার (১৫ মার্চ) নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দেয় হামাস। খবর রয়টার্সের।

জানা গেছে, মধ্যস্থতাকারী বিভিন্ন পক্ষ এবং যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য একটি নতুন প্রস্তাব দেয় হামাস। প্রস্তাবে প্রথম দফায় নারী, শিশু ও বৃদ্ধ জিম্মিদের ছাড়ার বিনিময়ে ৭০০ থেকে ১০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দাবি করে হামাস। এর মধ্যে প্রায় ১০০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এর পাশাপাশি ৬ সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়।

হামাসের এ প্রস্তাবকে অযৌক্তিক আখ্যা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যেতে ইসরায়েলি প্রতিনিধিদের কাতারে পাঠাবেন বলে জানিয়েছেন তিনি। এর আগেও একাধিকবার হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

সম্পাদকীয় :

সম্পাদক: মোঃ আবু তাহের মোল্যা

প্রকাশক: মনির হোসেন সুমন

অফিস :

 ১০ দারুসসালাম ভবন, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

ইমেইল : voiceprotidin@gmail.com

মোবাইল : ০১৯১৯১২৬৬১৯