কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষে'পণাস্ত্র হামলা

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৫:৫৮:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৬:০০:২৮ পূর্বাহ্ন
ম ধ্যপ্রাচ্যের দেশ কাতারে আল-উদেইদ আমেরিকান ঘাঁটিতে ইরানের ক্ষে'পণাস্ত্র হামলা।সোমবার, ২৩ জুন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কাতারের আকাশে ক্ষেপণাস্ত্রগুলোর আলো জ্বলতে দেখা যায়, জানা যায় ইরান থেকে এক সাথে ছয়টি থেকে সাতটি ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র (মিসাইল )ছুটে আসে কাতারের আকাশ সিমায়। এরমধ্যে কাতারের আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি ক্ষেপনাস্ত্র (মিসাইল) ধংস করে যা বিভিন্ন জায়গায় ধংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।তবে বাকি গুলোর আঘাতের ক্ষয়ক্ষতির খবর জানা যায় নি। আল-উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্তৃক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার সরকার, এটিকে কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র ড. মাজেদ আল আনসারি একটি বিবৃতি জারি করে এই হামলাকে "নির্লজ্জ আগ্রাসন" বলে নিন্দা জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে আন্তর্জাতিক আইন অনুসারে আক্রমণের প্রকৃতি এবং মাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে প্রতিশোধ নেওয়ার অধিকার কাতার সংরক্ষণ করে। দোহায় যে ঘাঁ‌টি‌তে ইরান হামলা ক‌রেছে, সেই ঘাঁ‌টির কিছু তথ‌্য • কাতা‌রের রাজধানী দোহার কাছাকা‌ছি এলাকায় মা‌র্কিন যে ঘাঁ‌টি‌তে হামলা চা‌লি‌য়ে‌ছে সে‌টির নাম আল উদেইদ সাম‌রিক ঘা‌ঁটি। • মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এয়ার অভিযানের সদরদপ্তর হিসেবে ব্যবহৃত হয় এই ঘাঁ‌টি। • সেখানে প্রায় ৮ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। • ব্রিটে‌নের সাম‌রিক বাহিনীর সদস্যরাও এই ঘাঁটিতে পর্যায়ক্রমে অবস্থান করেন। দোহায় অ‌বস্থিত এই ঘাঁ‌টি আবু নাখলা বিমানঘাঁটি নামেও পরিচিত। • এই ঘাঁটি বর্তমানে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বা‌হিনীর অভিযানের সদরদপ্তর ও রসদ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। • এতে উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে দীর্ঘ বিমান অবতরণ পথ (রানওয়ে) রয়েছে। • কাতার ২০০০ সালে যুক্তরাষ্ট্রকে আল উদেইদ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। • এরপর ২০০১ সালে ঘাঁটির পরিচালনার দায়িত্ব নেয় যুক্তরাষ্ট্র এবং ২০০২ সালের ডিসেম্বরে দোহা ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চু‌ক্তির মাধ্যমে ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। • ২০২৪ সালে মা‌র্কিন সংবাদমাধ‌্যম সিএনএনের এক প্রতি‌বেদ‌নে বলা হয়, যুক্তরাষ্ট্র কাতারে তাদের সামরিক উপস্থিতি আরও ১০ বছরের জন্য বাড়ানোর একটি চুক্তিতে পৌঁছেছে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোঃ আবু তাহের মোল্যা

প্রকাশক: মনির হোসেন সুমন

অফিস :

 ১০ দারুসসালাম ভবন, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

ইমেইল : voiceprotidin@gmail.com

মোবাইল : ০১৯১৯১২৬৬১৯